বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে আত্ম শক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না, এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সামাজিক সম্প্রীতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ১ টা রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারেক এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতায় অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, এবং কুইজ প্রতিযোগিতা বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা ইউনুছ আলী, জিএম আব্দুল হামিদ, নারায়ণ চন্দ্র বিশ্বাস, প্রথম স্থান অধিকার করেন দশম শ্রেণীর শিক্ষার্থী জীবন দাস, দ্বিতীয় স্থান অধিকার করেন নবম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনী মন্ডল, তৃতীয় স্থান অধিকার করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুদীপ কুমার রায়, কালিপদ মন্ডল, মরিয়ম খাতুন, শ্রাবন্তী চক্রবর্তী, দেবব্রত বিশ্বাস, ফারজানা পারভীন সহ শিক্ষক বিন্দু উপস্থিত ছিলেন। উল্লেখ্য ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।