স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ইংরেজি ভাষা শেখার নব দিগন্তের ক্ষেত্র বিস্তৃত করলেন প্রধান শিক্ষক আবু সেলিম সাজু ও আবুল হাসান শাহীন। নেস্টজেন ইংলিশ লিডার নামে প্রতিশ্র“তিশীল ব্যানারে সাতক্ষীরার শিশু কিশোরদের অবিরাম ইংরেজিতে কথা বলার দুর্বার দুর্দান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে জেলার নবারুন বালিকা বিদ্যালয়, ঝাউডাঙ্গা সরকবারি প্রাথমিক বিদ্যালয় ও মাহমুদপুর চলছে ইংরেজি শেখার মহাউৎসব, দীর্ঘ কয়েক বছর যাবৎ জেলা শহর সহ দুরদুরান্তের অভিভাবকরা তাদের সন্তানদেরকে ইংরেজি জানার, বোঝার, ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জনে স্ব স্ব কেন্দ্রে নিয়ে আসছেন। প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক হাড়দ্দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সেলিম সাজু দৃষ্টিপাতকে জানান আমাদের অন্যতম লক্ষ্য সাতক্ষীরার মানুষের পাশে দাঁড়ানো এবং ইংরেজিতে দক্ষ করে তোলা। পাশাপাশি নিজেদের অজির্ত ইংলিশ অনুশীলন ঠিক রাখা। উল্লেখ্য বৃটিশ কাউন্সিল কর্তৃক প্রশিক্ষন প্রাপ্ত এই দুই গুনী ইংলিশ বিষয় বিশেষজ্ঞ শিক্ষক দৃশ্যতঃ সাতক্ষীরাকে এগিয়ে নেওয়ার সফল চেষ্টা করছেন।