বিশেষ প্রতিনিধি ॥ বাড়ির পাশের জমিতে বৈদ্যুতিক সেচ মোটর থেকে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে আব্দুস সামাদ পাড় (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক আব্দুস সামাদ পার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত ছহিল উদ্দীনের পুত্র। গত ১৮ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে করেন। এব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।