স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ৪৪তম বার্ষিক আমিনিয়া ওয়াজ মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আমিনিয়া ওয়াজ মাহফিল এস্তেজামিয়া কমিটির আয়োজনে গতকাল বিকালে শহরের মধ্য কাটিয়া কাষ্টমস গোডাউনের দক্ষিন পার্শ্বস্থ মাঠে উপজেলার উজ্জ্বল নক্ষত্র নায়েবে আমীর শাহ সুফি আলহাজ্ব হযরত আল্লামা রুহুল আমীন (রহ:)স্মরনে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু, প্রধান বক্তা পীরপোতা হুজুর বশির হাট পশ্চিমবঙ্গ ভারত, আলহাজ্ব হযরত মাও: মো: শরিফুল আমীন ২য় বক্তা হাফেজ ক্বারী মাও: মুনাওয়ার হুসাইন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ৩য় বক্তা মুহাদ্দিস মাও: সাইফুল্লাহ আনওয়ার এমএ অল ফাস্ট-ক্লাস ঢাকা। ৪র্থ বক্তা পুরাতন কোট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। মাহফিল কমিটির সভাপতি মো: শাহনেওয়াজ হোসেন, সহ-সভাপতি মো: আবু জাফর গাজী, শেখ আফজাল হোসেন, সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মো: লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মো: শাহ আলম, সভাপতিত্ব করেন মাও: মো: আবুল হোসেন, পেশ ইমাম আল আকসা জামে মসজিদ সাতক্ষীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ হোসেন ও মাও: আবুল হোসেন।