বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নকিপুর বাজার ব্যবসায়ীদের সেড নির্মাণ স্থান পরিদর্শন করা হয়েছে। গতকাল ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের উপস্থিতিতে উপজেলার নকিপুর বাজারে ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে সেড নির্মাণ স্থান নির্ধারণপূর্বক পরিদর্শন করেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশ গঠন এবং দেশ সেবায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। শ্যামনগর সহ সারাদেশে এমন কোন স্থান নেই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া পড়ে নাই। শ্যামনগর মতো স্থানে ৩ কোটি ৫০ লক্ষ টাকার ব্যয়ে ব্যবসায়ীদের জন্য সেড নির্মাণ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সকলের কাছে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, সমাজসেবক মাহাবুব এলাহি, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন প্রমুখ।