বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক প্রদান-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সদর হাইবাতপুর মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, উপজেলা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহ পদক প্রদান করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার বৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশচন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ।