স্টাফ রিপোর্টার ঃ জাতীয় ক্রীড়া পুরস্কর প্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া বিদ ও সমাজসেবিকা মোছা: হোসেন আরা খান আর নেই। তিনি গতকাডল সকাল ৬টায় ১৫ মিনিটে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি—-রাজিউন)। তিনি শহরের রসুলপুর এলাকার প্রয়াত খেলোয়াড় আয়েস খানের স্ত্রী। তারা দীর্ঘদিন খুলনা শহরে বাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ পুত্র ৩ কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৪টায় রসুলপুর ফুটবল মাঠে জানাযা শেষে মরহুমার লাশ রসুলপুর পারিবারিক গোস্থানে দাফন সমন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।