গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সরকারী মেগাহ প্রকল্পের উন্নত বেড়িবাঁধের কাজ পরিদর্শন ও বেড়িবাঁধের কারণে উচ্ছেদ ভূমিহীনদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামে সাতক্ষীরা ১৫ নং পোল্ডারের জন্য বরাদ্দ ১ হাজার ২৩ কোটি টাকার মেগাহ পুনর্বাসন প্রকল্পের টেকশঁই বেড়িবাঁধ তৈরী পরিদর্শন করেন। এ সময় তিনি ১৭৩ নং সোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে কয়েকশত ভুমিহীন পরিবারে সাথে মতবিনিময় করেন। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ হয়েও দীর্ঘদিন ধরে নদী চরে ও গাবুরার বেড়িবাঁধের পাশে বসবাস করে আসছেন শতশত পরিবার। এ প্রকল্পের কারণে উচ্ছদ গৃহহারা হয়ে পড়েছেন তারা। অনেকের মাথা গোজার কোন ঠাই না থাকায় গাবুরা ছাড়ছেন এ দারিদ্র শ্রেনীর অনেক পরিবার। মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন গাবুরার এই প্রকল্প বাস্তবায়নে কিছু মানুষ বাস্তুচ্যুতি হচ্ছে আমি উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান কে নির্দেশ দিচ্ছি গৃহহীনদের সঠিক তালিকা প্রণয়ন করতে। পরবর্তীতে সরকারি খাসজমিতে আশ্রায়ন প্রকল্প নির্মাণ করে তাদের কে পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে। বেড়িবাঁধের জন্য নদীর চরে যে গাছ কাটতে হচ্ছে সেগুলো বিক্রয় করে ইউনিয়ন পরিষদের তহবিলে জমা রেখে উন্নয়নমুলক কাজে ব্যায় করতে বলেন তিনি। তিনি ৯নং সোরা থেকে নদী পথে গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি, নেবুবুনিয়া, গাবুরাঘাট সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ আসিকুর রহমান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ নজিবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ শাহিনুল ইসলাম সহ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।