স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা তুফান কোম্পানী লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত ডাঃ মোসলেম আলীর পুত্র বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার বড় ভাই আলহাজ্ব একেএম আব্দুল্লাহ সিরাজ আর নেই। তিনি গতকাল বিকাল ৩টায় ১৫ মিনিটে নিজ বাসায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। শহরের কামালনগরের বাসিন্দা অতি পরিচিত মুখ সদআলাপী আলহাজ্ব একেএম আব্দুল্লাহ সিরাজ তুফান ডেকোরেটরের স্বত্ত্বাধীকারী হিসাবে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। সকলের কাছে পরিচিত মুখ আব্দুল্লাহ সিরাজের মৃত্যু খবর চারিদিকে ছড়িয়ে পড়লে প্রিয় মানুষ টি শেষ বারের মত দেখতে তার বাসায় ভীড় জমান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আজ বেলা ১১টায় সাতক্ষীরা কামালনগর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।