স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীূ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা শহিদ আব্দর রাজ্জাক পার্কে শহিদ মিনারন চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, এসময় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, সাবেক অধ্যক্ষ আব্দুল হানিফ, স্থানীয় সরকার বিভাগের ডিডি মাশরুবা ফেরদাউস, সদর সার্কেলের অতি: পুলিশ সুপার মীর আছাদুজ্জামান, অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতি: জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: সরওার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামিম ভুইয়া, এনডিসি সজিব তালুকদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম, এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্রঅনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।