আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অধনমিত উত্তোলন করা, সকাল ৭টায় শহিদ আঃ রাজ্জাক পার্কে শহিদ মিনারে ছাত্র/শিকষকগন পুস্পস্তবক অর্পন করেন। ৯টায় বিদ্যালয়ের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো: মোমিনুল ইসলামের সভাপতিত্বে ও ইসরাইল আলমের পরিচালনায় আলোচনা সভায়১ বক্তব্য রাখেন মো: শামিমুর রহমান, হেমনাথ সরকার, আফতাবুজ্জামান, কানিজ ফাতেমা, ফ্লোরা আকতার, দেবী সাধু, তানিয়া আকতার সেতু, সহযোগিতা আসাদুর রহমান, পলাশ, সাবিনা খান চৌধুরীূ, আনিজর, রোজিনা ও হাসিনা। পরে ভাষা শহিদ ও সকাল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো: আনোয়ারুল হাসান।-প্রেস বিজ্ঞপ্তি