দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী, প্রভাতফেরী, আলোচনা ষবা, দোয়া অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন সহ দিনব্যাপী নানান ধরনের আয়োজন ছিলো চোখে পড়ার মত। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি ও দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক মো: জিয়াদ আলী, আলোচনা সভায় অংশ নেন সিনিয়র শিক্ষক স্বপন কুমার মল্লিক, ও শিক্ষার্থীরা দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মহব্বত হোসাইন। প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।