শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

বনশ্রী শিক্ষা নিকেতন মাঃ বিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় মুন্সীগঞ্জ ইউনিয়ন বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ২০২৪ বুধবার সকাল ৯.টায় শহীদদের স্মৃতিস্তম্ভ পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে মহান ভাষা শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়।এরপর ভাষা শহীদ দিবস উপলক্ষে বিদ্যালয় মাঠ চত্বর থেকে একটা বিশাল রেলি বের হয়ে হরিনগর বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে অটিডিয়াম হলে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। এ সময় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যো দিয়ে শুরু করা হয় অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম সভাপতিত্বে অনুষ্ঠানে, সম্মানি অতিথি মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ফরিদ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ইয়াকুব আলী সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, এছাড়া আরো উপস্থিত ছিলেন নঅনির্বাণ ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক। ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ সহ ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন মল্লিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com