কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরে প্রধান ও বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম। গতকাল বেলা ১২টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম বলেন দেশ উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের চিত্র সংবাদপত্রে তুলে ধরার জন্য সাংবাদিক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। কালিগঞ্জ উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল সেক্টরে অবদান রেখে চলেছি। এমনিভাবে নিজ এলাকার পাশাপাশি দেশের জন্যে অবদান রাখতে হবে। এসময়ে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, আশেক মেহেদী, মহতপুর কল্যাণ সংস্থার সহ-সভাপতি অধ্যাপক জিএম আতিয়ার রহমান, শেখ আতিকুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম, এম হাফিজুর রহমান শিমুল, জি এম ছামসুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, শেখ আব্দুল করিম মামুন, কাজী আল মামুন, আলমগীর হোসেন,জাহাঙ্গীর হোসেন, আব্দুল জলিল খাঁন, আব্দুল গফুর, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ ও শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে তিনি বসন্তপুর নৌবন্দর এলাকা পরিদর্শনে করেন। এরপূর্বে অতি: সবিক কে প্রেসক্লাবের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়েছেন।