স্টাফ রিপোর্টার ঃ আজ সাতক্ষীরায় আসছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। তিনি ঢাকা থেকে সরাসরি সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে হার পাওয়ার শীর্ষক প্রকল্পের আওতায় জেলার নারী প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হবে।