স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় উচ্চগতির ইন্টারনেট সংযোগ সক্ষমতা সেবা জিপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে টেলিফোন কার্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক প্রধান অতিথি হিসাবে ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদসদস্য মো: আশরাফুজ্জামান আশু, সংসদ সদস্য অধ্যাপক ডা: আফম রুহুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, টেলিযোগাযোগ দপ্তরের উপ মহাব্যবস্থাপক মো: বেনজুর রহমান, খুলনা বিভাগের ব্যবস্থাপনা মেহেদী হাসান, সহকারী ব্যবস্থাপক আসিফ ইকবাল, মো: শাহাদৎ হোসেন ও লাল চাঁদ হোসেন। এসময় টেলিফোন বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পুরাতন কোট জামে মসজিদের ইমাম হাফেজ কারীশেখ ফিরোজ আহমেদ।