স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মেধাবী শিক্ষার্থী শামীম কবিরকে চট্টগ্রামে মেরীন একাডেমীতে ভর্তির ব্যবস্থা করলেন। গতকাল বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শিক্ষার্থী শামীম কবির নিরব ও তার মাতা আঞ্জুমান আরার হাতে ভর্তির জন্য এক লক্ষ বিশ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান বলেন, শিক্ষার্থী শামীম কবির চট্টগ্রাম মেরিন একাডেমীতে উত্তীর্ণ হওয়ায় কিন্তু টাকার অভাবে সে ও তার পরিবার বিভিন্ন ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। এমন সময় খবর পেয়ে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানতে পেরে তিনি ঐ শিক্ষার্থীকে ভর্তির যাবতীয় ব্যবস্থা গ্রহন করেন। সে এক সময় দেশের জন্য ভাল কিছু অর্জন করতে পারবে। শিক্ষার্থীর মাতা আঞ্জুমান আরা বলেন, আমাদের গ্রামের বাড়ি নলতায়। আমার সন্তানকে পড়ালেখার জন্য আমরা কাশিমপুরে থাকি। আমার স্বামী সিদ্দিকী মোড়ল শহরের সিটি কলেজ এলাকায় চা বিক্রি করে পরিবারের খরচ চালান। পুত্র কবির মেরীনে উত্তীর্ণ হওয়ায় ভর্তি নিয়ে খুবই দুঃচিন্তায় ছিলাম। আমাদের পরিবারের পক্ষে কোন অবস্থাতেই আমার ছেলেকে ভর্তি করানো সম্ভব নয়। আমরা ব্যক্তিগত ভাবে অনেকের কাছে সহায়তা চেয়েছি। দুই একজন সাড়াও দিয়েছেন। কিন্তু সেটি সামান্য। বিষয়টি সাতক্ষীরা পুলিশ সুপার জানতে পারলে আমাদের আর্থিক সহায়তা করে ভর্তির ব্যবস্থা করলেন। আমিও আমার পরিবার পুলিশ সুপারকে ধন্যবাদজানাই।