কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলায় বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি এতিম খানার উদ্যোগ বার্ষিক তাফসিরুল কুরান মাহফিল২৪/০২/২০২৪ ইং অত্র মাদ্রাসার সভাপতি মোঃহামিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ মুফাসসেরে কোরআন সু- দার্শনিক বক্তা পীরজাদা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী (টেকেরহাট মাদারীপুর)। প্রধান আকর্ষণ হিসাবে আলোচনা করেন, ইসলামী সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামি সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব প্রভাষক কবির বিন সামাদ,বিশেষ আলোচক ছিলেন, মুফতি রিজাওয়ান রফিকী,মুহতামিম মারকাযুন নূর বোর্ড বাজার গাজীপুর,মাওঃখবির উদ্দীন, প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন,আল- হাজ্জ মাওঃ আবুল হসান ফারুকী (যশোরী), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যাপক মোক্তার আলী (কেশবপুর সরঃ ডিগ্রি কলেজ)১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোহিদুজ্জামান তোহিদ,সাবেক চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী,আল- হাজ্জ্ মাস্টার রজব আলী, মাওঃ কামরুল ইসলাম (উপাধ্যক্ষ বগা আলিম মাদ্রাসা) মাওঃ আব্দুল খালেক (সুপার বুড়িহাটী মাদ্রাসা) জি,এম সিরাজুল ইসলাম, জি, এম আলতাফ হোসেন, প্রভাষক আবু হাসান, কামরুজ্জামান টুকু, আল-হাজ্জ্ জোহর আলী, হাবিবুর রহমান, আনিসুজ্জামান মোতাহার হোসেন, ১ নং মেম্বার হেকমত আলী,২ নং মেম্বার কামরুল ইসলাম মাস্টার রবিউল ইসলাম পলাশ, আবু সাঈদ, সোহেল রানা, অত্র মাদ্রাসা থেকে এবছর ৬ জন ছাত্র কে পাগড়ী প্রদান করা হয়,হাঃ নাজমুল হাসান,আওয়ালগাতী কেশবপুর, লজিংম্যান রফিকুল ইসলাম, ফারুকী পাড়া, হাঃ ইমরান হোসেন, আওয়ালগাতী কেশবপুর, লজিং রফিকুল মোড়ল, ডিপপাড়া, হাঃ ইস্রাফিল হোসেন, গড়ের আবাদ পাইকগাছা, লজিং মাস্টার জিয়াউর রহমান, মাদ্রাসা পাড়া, হাঃ অহিদুজ্জামান, সেনপুর তালা, লজিং সাহেব আলী, পশ্চিম পাড়া, হাঃ মাহফুজুর রহমান, বালিয়া তালা, লজিং আব্দুল জলিল গাজী, পশ্চিম পাড়া, হাঃ মুজাহিদুল ইসলাম, বারুইহাটী কেশবপুর, লজিং মাস্টার আবু জাফর, এসময় উপস্থিত ছিলেন হাঃ শফিকুল ইসলাম, মুহতামিম অত্র মাদ্রাসা, হাঃ বাহারুল শিক্ষক অত্র, হাঃ মফিজুর রহমান শিক্ষক অত্র মাদ্রাসা, হাফেজ ফরহাদ শিক্ষক অত্র মাদ্রাসা, শিক্ষক প্রতিষ্ঠানের ও শিক্ষক কর্মচারীগন, সাংগঠনিক সম্পাদক, মিডিয়াকর্মীগন এলাকা ও দুর দুরান্ত থেকে আসা ধর্মপ্রান মুর্সালি পুরুষ /মহিলা এবং প্রসাশানিক কর্মকতা গ্রাম পুলিশ, আনসার বাহিনী মাহফিল সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক নাছির উদ্দীন। পরিশেষে মাহফিলের প্রধান আলোচক মাওঃ কামরুল ইসলাম সাঈদ আনসারী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং মাহফিল সমাপ্তি ঘোষণা করেন মাহফিলের সভাপতি।