আটুলিয়া প্রতিনিধিঃ- নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ হাইস্কুল মাঠে স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান শুরু হয়। অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, গাজী কামরুল ইসলাম, ইউনিয়ক যুবলীগ আহবায়ক জাকির হোসেন,নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু। প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ একরামুল কবীর, আ’লীগের সদস্য মোঃ মারুফ বিলাহ, সংরক্ষিত মহিলা সদস্যা তহমিনা মিলন, ইউপি সদস্য আব্দুর রব খসরু, দৃষ্টিপাত প্রতিনিধি সাঈদুর রহমান চঞ্চল সহ প্রমূখ। স্কুলের ছাত্ররা সারাদিন ব্যাপি বিভিন্ন ইভেন্টে খেলা প্রদর্শন করে। খেলা শেষে বিজয়ী ছাত্রদের পুরষ্কিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র স্কুলের সহকারি শিক্ষক হাবিবুর রহমান ও মঈনুল ইসলাম।