কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ’র ৪৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন-কলারোয়া ইউসিসিএ লিঃ’র সভাপতি আব্দুল গফুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম এ সোহেলের স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, সাবেক প্রধান পরিদর্শক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্যাহ আজাদ, মহিলা সমবায় সমিতির পক্ষে মনোয়ারা খাতুন, কৃষক সমবায় সমিতির পক্ষ থেকে মশিয়ার রহমান, নুরুল ইসলাম, রকিব উদ্দীন, উপজেলা ইউসিসিএলি. এর পরিদর্শক খালিদ হোসেন, সবুজ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের কেএসএসলি: সেরা সঞ্চয় জমার উপর শাহাজান কবির প্রথম, মাহমুদপুর কেএসসিলি: এর সামছুর রহমান ২য়, উত্তর ঝাপাঘাট কেএসসিলি: এর বাবুর আলী ৩য় স্থান হয়েছে। এছাড়া সিংহলাল পূর্ব এমএসএসলি: এর মর্জিনা খাতুন ১ম, উত্তর সোনাবাড়ীয়া কুঠিরপুল এমএসএসলি: এর জাহানারা খাতুন ২য় ও সিংহলাল পশ্চিম এমএসএসলি: এর আকলিমা খাতুন ২য় স্থান লাভ করেছে। এছাড়া সমিতির ৪৬জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- ইউসিসিএ লিঃ ‘র প্রধান পরিদর্শক মফিজুল ইসলাম। অনুষ্ঠানে বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সাপেক্ষে গৃহীত সিদ্ধান্ত অনুমোদন করা হয়।