বিশেষ প্রতিনিধি ॥ “স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান, স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের জন্য সহায়ক” এ প্রতিপাদকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এসএম আজিজুল হক এর সঞ্চালনায় এসময় ডাঃ এসএম আতাহার আলী, এলজিইডি কর্মকর্তা নাজিমুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, পিআইও সোহাগ খান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।