শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বুধহাটায় প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার মাসিক সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটায় প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বুধহাটা কাঁচাবাজার সংলগ্ন সংগঠনের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা এদেশের সূর্যসন্তান। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের গর্ব। তিনি আশাশুনি উপজেলার চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলার সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, উপজেলা কৃষকলীগ সম্পাদক মতিলাল সরকার। সংস্থার সাধারণ সম্পাদক অবঃ সার্জেন্ট আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অবসরপ্রাপ্ত সার্জেন্ট রবিউল ইসলাম বাদশা, মইনুল ইসলাম, মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, আব্দুল মান্নান, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, সামাদুল ইসলাম, ইউপি সদস্য আলতাফ হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, রুবেল হোসেন, আরশাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com