বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক এর সঞ্চালনায় এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রশিক্ষক তাইজুল ইসলাম বক্তব্য রাখেন। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আণ্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ” (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন বাছাইকৃত যুবক-যুবতীকে সাবলম্বী করে তুলতে কম্পিউটার এন্ড নেটয়ার্কিং বিষয়ে ৪৪ দিনের (সরকারি ছুটি বাদে) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষিত এসব যুবক-যুবতী চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রশিক্ষকের নিজস্ব আইটি ফার্মে ও শিল্প মন্ত্রণালয়ের আইটি ফার্মে চুক্তি ভিত্তিক ডাটা এন্ট্রিতে কাজ করে আর্থিক ভাবে লাভবান হতে পারবেন বলে সমাপনী অনুষ্ঠানে জানানো হয়েছে।