বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ২৬ নং খুব্দীপুর সরকারি বিদ্যালযের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক সন্ধ্যা রাণী বিশ্বাসের সভাপতিত্বে বিভিন্ন কাটাগরী থেকে নির্বাচিত মোট ১১ জন সদস্য নিয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের দাতা সদস্য সাবেক ইউপি সচিব আলহাজ্ব স ম আব্দুর রশিদকে সভাপতি ও ইউপি সদস্য এস এম গোলাম ফারুককে সহ সভাপতি মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক সন্ধ্যা রাণী বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি শিক্ষক ফজলুল হক, বিদ্যোৎসাহী (পুরুষ) উপসহকারি কৃষি কর্মকর্তা নুরুজ্জামান, বিদ্যোৎসাহী (মহিলা) শারমিন আক্তার, অভিভাবক সদস্য (পুরুষ) জহির রায়হান ও আব্দুল্লাহ, মহিলা সদস্য রোজিনা খাতুন, সুমি খাতুন ও শিক্ষক প্রতিনিধি রোজিনা খাতুন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে নির্বাচিত সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং নব নির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবকসহ উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া অভিভাবক আব্দুর রাজ্জাককে পিটিএ (অভিভাবক-শিক্ষক এ্যাসোসিয়েশান) সভাপতি মনোনীত করা হয়েছে।