দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা ওসি শেখ মাহমুদ হোসেন, আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, চেয়ারম্যান আসাদুল হক, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন সাহেব আলী, আঃ মতিন বকুল, প্রকৌশলী শোভন সরকার, প্রকল্প কর্মকর্তা শফিউল বাশার, সমাজসেবা অধির কুমার গাইন, দেবহাটা, কোম্পানী কমান্ডার সুবেদার মুজিবুর রহমান, সভাপতি সভায় জানান দেবহাটা বালুমহলের ইজারা নেই, বিধায় নদী থেকে বালু সংগ্রহ করার সুযোগ নেই, সভায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক সাত মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।