কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের বেত্রাবতী নদীর তীরে কয়েক হাজার নারী পুরুষের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা তাদের বক্তব্যে বলেন, পানি উন্নয়ন বোর্ড বেত্রাবতী নদী খননের কাজ শুরু করায় কয়েক হাজার অসহায় ভূমিহীন তাদের একমাত্র সম্বল ঘর বাড়ী হারানোর শংকায় নিদ্রাহীন দিনাতিপাত করছেন। দীর্ঘদিন যাবৎ তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে নদীর চরে বসবাস করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে তাদের কোথাও বসত নির্মানের ব্যবস্থা না করেই, তাদের বাড়ী ঘর ভেঙে ফেলার নির্দেশনা প্রদান করায় তাদের একমাত্র মাথা গোজার ঠাই টুকোই হারাতে বসেছেন। এই জন্য তারা মানববন্ধনের মাধ্যমে মানবতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদেরকে যেন পুর্নবাসন করে তাদের ঘরবাড়ী ছাড়া করা হয়, সে জন্য আকুল অনুরোধ করেছেন। অন্যথায় তারা আতœ হননের মত পথ বেছে নেওয়া ছাড়া তাদের আর কিছুই করার থাকবে না বলে মানববন্ধনে তারা বলেন।