দেবহাটা অফিস ॥ দেবহাটার কুলিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও অপর জন মারাত্মক ভাবে আহত হয়েছে। নিহত বেল্লাল হোসেন উপজেলা সদরের শিয়াপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফার পুত্র এবং আহত ইমন হোসেন একই এলাকার ওলিউল্লাহর পুত্র। ঘটনার বিবরনে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানান গতকাল বিকালে নিহত বেল্লাল ও আহত ইমন মটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় কুলিয়া নতু বাজার এলাকায় সাতক্ষীরা মুখি হতে আসা একটি মোটরচালিত ভ্যান এর পাশ দিয়ে যাওয়ার সময়ে মোটরসাইকেল সহ তারা পড়ে গেলে পিছন হতে আসা অর্থাৎ কালিগঞ্জ এর দিক ধেকে আসা একটি ট্রাক এর চাকায় তারা পৃষ্ট হলে ঘটনাস্থলে বেল্লাল হোসেনের মৃত্যু হয় এবং স্থানীয় জন সাধারন আহতইমনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং ট্রা টি জব্দ করে। ট্রাক নং ঢাকা মেট্রো-২০-৬২৭০। দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন জানান ট্রাক জব্দ করা হয়েছে, চালককে গ্রেফতার অভিযান চলছে।