দেবহাটা অফিস ॥ দেবহাটার কৃতি সন্তান কুষ্টিয়ার মিরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম পদকে ভূষিত হলেন। ২০২৩ সালের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ পুলিশ সপ্তাহ ২০০৪ উপলক্ষে সেবা, কর্মদক্ষতা ও অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক পেলেন। দেবহাটার দক্ষিন কুলিয়ার বাসিন্দা মরহুম শিক্ষাবিদ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রথিতযশা শিক্ষক নওশের আলীর পুত্র ও বিশিষ্ট্য ব্যবসায়ী সমাজসেবক মোস্তফা মাহুমুগ উল্লাহ স্কুলের সহদর ওসি মোস্তফা হাবিবুল্লাহকে গত ২৭ ফেব্র“য়ারী রাজারবাগ পুলিশলাইন্সে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্জিত পদক পরিয়ে দেন। দেবহাটার এইকৃতি সন্তান পিপিএম পদকে ভুষিত হওয়ায় এলাকাবাসির মাঝে বিশেষ সন্তুষ্টি বিরাজ করছে। দাদার বাড়ী পারুলিয়ার জনসধারন তাদের সন্তানের জন্য দোয়া করছেন। এই পদক প্রাপ্তিতেতিনি প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিআইজি খুলনা রেঞ্জ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পরবর্তি এলাকাবাসিরদোয়া কামনা করেছেন।