বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর সুন্দরবনী দরবার শরীফে ৩৩ তম বার্ষিক উরস শরীফ আজ ৪ই মার্চ (সোমবার) উনুষ্ঠিত হবে। বাদ আছর থেকে পবিত্র কুরআন তিলায়াতের মাধ্যমে শুরু হবে উরস শরীফের কার্যক্রম। উক্ত উরস শরীফে পাক কুরআন খতম, জিকির আসকার, ওয়াজ নসিয়াত, তাহাজ্জুদ নামায কায়েম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সারারাত্র ব্যাপী অনুষ্ঠিত এই উরস শরীফে বয়ান করবেন, হযরত মাওলানা মুফতী মাসুম বিল্লাহ (ঢাকা), হাফেজ মাওলানা মুফতী বাসিরুল্লাহ যুক্তিবাদী (যশোর), মাওলানা মিজানুর রহমান ভাসানী (সাতক্ষীরা) সহ দেশ বরেণ্য অনেক ওলামায়ে হযরত। সুন্দরবনী দরবার শরীফের পীর কেবলা হযরত বজলুর রহমান (পীর সাহেব, সুন্দরবনী) আগামীকাল মঙ্গলবার সকালে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে উক্ত উরস শরীফের সমাপ্ত ঘোষনা করবেন। উক্ত উরস শরীফে দলে দলে হাজির হয়ে দোজাহানের অশেষ নেকী হাসিল করার জন্য সর্বসাধারণকে আহবান জানিয়েছেন সুন্দরবনী দরবার শরীফ কর্তৃপক্ষ।