পদ্মপুকুর শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নে পদ্মপুকুর গ্রামে অবৈধ রাস্তা কেটে পাইপ বসাচ্ছে কিছু অসাধু ঘের মালিকরা। গতকাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঘটনাটি দেখা যায়। এই রাস্তাটি চেয়ারম্যান নিজের অর্থায়নে মানুষের চলাচলের জন্য মেরামত করে হঠাৎ কালকে সরজমিনে গিয়ে দেখে কিছু অসৎ ঘের মালিকরা গায়ের জোরে রাস্তাঘাটে পানি চলাচলের জন্য পাইপ বসাচ্ছে।ঘের মালিকের পদ্মপুকুর গ্রামের মৃত ফিরোজ আলী মাঝির ছেলে হাজী আঃ রহিম মাঝি ও নওয়াবেকী বাসিন্দা নওশের আলী মোড়লের ছেলে নাজমুল আহসান রুনু। রাস্তাটি ইউনিয়ন পরিষদ হইতে গড়কুমারপুর বাজার যাওয়ার জন্য এটি একমাত্র রাস্তা এই রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে। এই বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আমজাদুল ইসলাম আমজাদের কাছে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক ঐওয়ার্ডের মেম্বার কে পাঠায় ঘটনাস্থলে কিন্তু মেম্বারের কথা না শুনে তারা কাজ চালিয়ে যান। পরে গ্রাম্য চৌকিদার কে পাঠায় তার কথা ও শুনে নি। চেয়ারম্যান আরও বলেন তাদেরকে বারবার নিষেধ করায় তারা আমার কথা অবাধ্য হয়ে এই কাজ করেন আমি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। ক্ষমতার অপব্যবহার করে তারা এই রাস্তা কেটে অবৈধভাবে পাইপ বসিয়েছেন তাই অত্র গ্রামের মানুষ এবং অত্র ইউনিয়নের মানুষেরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই কাজের সাথে যারা জড়িতো তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।