শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গুনাকরকাটি দরবার শরীফে মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) এর ফাতেহা শরীফ শুরু আজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪

এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া আজিজীয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ ও হযরত শাহ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফ আজ ৪ই মার্চ (সোমবার) থেকে শুরু হবে। ওরছ ও ফাতেহা শরীফ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। আজ আছর বাদ খানকাহ শরীফে পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াতান্তে নায়েবে সায়্যিদুল মুরছালীন, মাহবূবে রাহমাঁ, পীরে পীরাঁ, সরওয়ারে আরেফাঁ, কাইয়ূমে দাওরাঁ, মুজাদ্দেদে যমাঁ গওছুল আযম আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল আজীজ নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর পবিত্র ওরছ শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর এশার নামাজের পর মীলাদে সায়্যিদুল মুরসালীন (সঃ) ও রাতে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফে দেশের বিভিন্ন খ্যাতিমান আলেম ও ওলামা আলোচনা করবেন। আগামীকাল ৫ই মার্চ (মঙ্গলবার) ফজর নামাজের পর মাহবূবে রহমাঁ, পীরে পীরাঁ, মুজাদ্দেদে যমাঁ আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুর রহীম নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর জন্য খতমে কুরআন পাঠ ও ফাতেহা শরীফ শেষে আখেরী মোনাজাত এর মাধ্যমে সওয়াব বখশান এবং তাবারক বিতরণের মধ্য দিয়ে ওরছ ও ফাতেহা শরীফ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। উক্ত ওরছ ও ফাতেহা শরীফ পরিচালনা করবেন, হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর আওলাদ হযরতুলহাজ্ব আল্লামা খাজা শফিক আহমদ আজীজি নকশবন্দী মুজাদ্দেদী (মাঃ জিঃ আঃ)। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দ ওরছ ময়দানে এসে পৌছাতে শুরু করেছে। উক্ত ওরছ ও ফাতেহা শরীফে দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com