শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের প্রানকেন্দ্র মাড়িয়ালা শেড বাজার প্রাঙ্গণে সুন্দর ও মনোরম পরিবেশে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাড়িয়ালা মসজিদ ও মাড়িয়ালা বাজার বনিক সমিতির আয়োজনে গতকাল (রবিবার) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।মাড়িয়ালা শেড বাজার মসজিদের সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে ও উক্ত মসজিদের খতিব মাওঃ আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন আলহাজ্ব হযরত মাওঃ ইউনুচ আলী খতিব কমলাপুর জামে মসজিদ কুষ্টিয়া, বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখেন আলহাজ্ব হযরত মাওঃ মোহাদ্দেস খায়রুল বাসার উপাধ্যাক্ষ গুমানতলী ফাজিল মাদ্রাসা, হাফেজ হযরত মাওঃ সাইফুল্লাহ মানছুর বাংলাদেশ মুফাসসির পরিষদ সাতক্ষীরা, মাওঃ অহিদুজ্জামান খতিব বালিয়াখালী জামে মসজিদ। উল্লেখিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু এবং বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইয়াছিন আলী,আব্দুর রাজ্জাক, সদস্যা শাহনাজ পারভীন, মাওঃ লুৎফর রহমান প্রমুখ।কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ ও দো-জাহানের অশেষ নেকী হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান মুসল্লীবৃন্দ মাহফিলে অংশ গ্রহণ করেন।