বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর সহ বিভিন্ন এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ আব্দুর রহমান দলীয় নেতাকর্মী নিয়ে নির্বাচনীয় গণসংযোগ করেছেন। গতকাল ৪ মার্চ সোমবার সকাল থেকে উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ শ্যামনগর উপজেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক মাওঃ আব্দুর রহমান দলীয় নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে নির্বাচনীয় গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি, এলাকার সকল রাস্তাঘাট সংস্কার, নাগরিক সমস্যা দূরীকরণ এবং আধুনিক শ্যামনগর উপজেলা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা, নূরনগর ইউনিয়ন আমির ডাঃ মোঃ রুহুল আমিন, নায়েবে আমির গাজী মুজিবর রহমান, সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, আলহাজ্ব আবুল হোসেন, গাজী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।