দেবহাটা অফিস \ দেবহাটার দেবী শহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ আ,ফ,ম রুহুল হক এম.পি। গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শিক্ষার্থীদের ভালবাসতেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশ। তোমাদেরকে ভালভাবে পড়ালেখা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছেন। চারতলা নতুন ভবন বিদ্যালয়টিকে শিক্ষা কার্যক্রমে অগ্রনী ভূমিকা রাখবে, প্রধান শিক্ষক অনিমা সিংহের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান আ’লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী সহ দলীয় নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক অভিভাবক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।