দৃষ্টিপাত ডেস্ক॥ হামাস ইসরাইল যুদ্ধ বিরতির বিষয়ে মিশরের রাজধানী কায়রোতে চারপক্ষের উপস্থিতিতে আলোচনা চলছে। হামাস প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধিদল হামাসের পক্ষে নেতৃত্ব দিচ্ছে অন্যদিকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি প্রতিনিধি দল ও কাতার এবং মিশরের প্রতিনিধিরা উক্ত যুদ্ধ বিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরার খবরের বলা হয়েছে এখনও পর্যন্ত যুদ্ধ বিরতির প্রস্তাব কার্যকর না হওয়ায় উভয় পক্ষের মধ্যে কোন ধরনের সিদ্ধান্ত গৃহীত হইনি। একদিকে কায়রোতে যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে অন্যদিকে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা পুরো গাজা উপত্যকায় চালাচ্ছে গণহত্যা। ইতিহাস খ্যাত ঐতিহ্যবাহী গাজায় একদা চাঞ্চল্যতা ছিল সমৃদ্ধ নগরী স্থাপনের পরিচিত থাকলেও ইসরাইলি বাহিনীর নির্মমতা, নিষ্ঠুরতা আর গণহত্যায় ফিলিস্তিন অধ্যুষিত গাজা দৃশ্যতঃ ইতিহাসের অন্ধকারাচ্ছন্ন পরিবেশের পরিস্থিতির অবতরনা ঘটেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেছে অবশ্যই ইসরাইলকে নিরীহ ফিলিস্তিনিদের ত্যাগ করতে হবে। কোন অবস্থাতেই ইসরাইল গাজায় যা করছে তা সুখিকর নয়। ইসরাইলের প্রধান মন্ত্রী নেতানিয়াহুর সতর্ক করে বলেছে ফিলিস্তিনিদের উপর যে ভাবে নিষ্ঠুরতা শুরু হয়েছে তা কোন ভাবেই কাম্য নয়। গতকাল মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস ইসরাইলকে নিষ্ঠুর পরিস্থিতি সৃষ্টির জন্য অভিযোগ করে বলেছে গাজার মানুষকে অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুর ভাবে হত্যা করে চলেছে। ইসরাইল তিনি আরও বলেন, এই মুহুর্তে অন্তত ছয় সপ্তাহের জন্যযুদ্ধ বিরতি কার্যকরের বিকল্প নেই। এদিকে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশন কায়রোও কাতারের একাধিক প্রতিনিধির ভাষ্য বর্ণনা করে বলেছেন ইসরাইলের তিন এবং হামাসের পাঁচশর্ত নিয়ে মিমাংসা না হওয়ায় যুদ্ধ বিরতির প্রস্তাব আলোর মুখ দেখছে না। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে ইসরাইল তাদের বন্দীদের তালিকা চেয়েছে হামাসের কাছে। তার মধ্যে জীবিত এবং মৃতদের তালিকা চাইছে কিন্তু হামাসের পক্ষ হতে কোন ধরনের তালিকা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে আমাদের শর্ত পুরনের মাধ্যমেই কেবল ইসরাইলের প্রত্যাশা পুরন হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স গতকাল তার পরিবেশিত খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরাইলের মিত্রদেশ গুলোর পক্ষ হতে রমজানের পূর্বে যুদ্ধ বিরতির বিষয়টি নিশ্চিত করার আহবান ানানো হয়েছে। অতি সম্প্রতি ইসরাইলি সাতপন বন্দীর মৃত্যুর ঘটনা ইসরাইল সরকারের যুদ্ধ বিরতির প্রস্তাব কার্যকরের ক্ষেত্রে অযোগ্যতা হিসেবে দেখছে ইসরাইল জনসাধারন। অন্যদিকে হামাসের পক্ষ হতে ঘোষনার বলা হয়েছে ইসরাইলের বিমান হামলায় তাদের পণবন্দীদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকালও ইসরাইলের রাজধানী তেল আবিব সহ অপরাপর একাধিক শহরে সাধারন ইসরাইলিরা বিক্ষোভ করেছে। বিক্ষোভ কারীরা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এবং পাল্যামেন্ট ভবন চত্বরে ব্যাপক বিক্ষোভ করেছে এ সময় ইসরাইলি পুলিশ অন্তত দশজন বিক্ষোভ কারীকে গ্রেফতার করেছে। লোহিত সাগরেও ভূ মধ্যসাগরে অবস্থানরত ও চলাচল করা ইসরাইল সহ ইসরাইল সংশ্লিস্ট জাহাজ গুলোতে হুতিদের হামলা চলছেই। গতকাল ও ইসরাইলগামী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গাজার মধ্যঞ্চালে গতকাল ফিলিস্তিনি নিরাপত্তা রক্ষী ও পুলিশ সদস্যদের অবস্থান ত্যাগ করতে বলেছে দখলদার ইসরাইলি বাহিনী। রাফা শহরে চলছে বিমান হামলা, স্থল অভিযান একদিকে নির্মম হত্যাকান্ডের শিকারহচ্ছে রাফা বাসি অন্যদিকে চলছে গ্রেফতার অভিযান ও লুটপাট। হামাসের পক্ষ হতে আবারও অভিযোগ করে বলা হয়েছে গ্রেফতার কৃত ফিলিস্তিনিদের উপর ইসরাইলি পুলিশ ও কারারক্ষীরা নির্মম নির্যাতন পরিচালনা করছে। ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি নারী ও কিশোরদের উপর যৌন নির্যাতন করা হচ্ছে। গাজার আশ্রয় শিবির গুলোতে খাদ্য অভাব বিরাজ করছে ছড়িয়ে পড়ছে নানাবিধ রোগের।