স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ পূর্ণগঠিত কমিটির ও প্রাক্তন সদস্যবৃন্দের সম্মাননা এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে গতকাল বেলা ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় খুলনার উপপরিচালক মো: আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় খুলনার পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি জনসচেতনতা বৃদ্ধির জন্য করা হয়েছে। এই কমিটি মানুষের কল্যানে কাজ করে থাকে। আমাদেরকে ভাল কাজ করার চেষ্টা করতে হবে। ছোট বেলা থেকে ভাল কাজ ও সততার জ্ঞান অর্জনের জন্য স্কুলগুলোতে সততা সংঘ স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আমাদের দেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌছে গেছে। উন্নয়নশীল দেশের জন্য সকলে ভাল কাজ করলে দুর্নীতি সহনীয় পর্যায়ে আনা সম্ভব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহাজাহান কবির, নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাধারন সম্পাদক মো: আনিছুর রহমান, সদ্য বিজয়ী সভাপতি মো: জিয়াউদ্দিন বাবলু, সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যাপক মুুর্শিদা আক্তার, মো: রফিকুল হাসান, দুর্নীতি প্রতিরোধ কমিটি তালা সভাপতি অচিন্ত সাহা, দেবহাটা সভাপতি এনামুল হক, কলারোয়া সভাপতি মো: আক্তার আক্তারুজ্জামান, কালিগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্যামনগর উপজেলা সাধারন সম্পাদক মানব ইন্দ্র দেবনাথ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল ওহাব আজাদ, নাজমুল আরিফ, এনামুল কবির খান, এড. মুনিরুদ্দিন, রেবেকা সুলতানা, রেজাউল করিম, লিলি জেসমিন, কাজী শাহাবুদ্দীন, বিদায়ী সদস্য এড. সেলিনা পারভীন প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের মেধাবী শিক্ষার্থী সদস্যদের মাঝে শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো: সাকিবুর রহমান।