কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে আত্ম শক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না, এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার হলরুমে সামাজিক সম্প্রীতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ দুপুর ১ টায় মাদ্রাসার সহ সুপার মাওঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও কৃষ্ণনগর ইউনিয়ন দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী শাহিনুর রহমান শাহীনের এর সঞ্চালনায় মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলো মাস্টার আব্দুল হাকিম, মাস্টার হেলাল উদ্দিন, মাওঃ আব্দুর রহমান, সাংবাদিক আব্দুল মাজিদ, জোৎস্না রানী মৃধা। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ৮ম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান ইভা, দ্বিতীয় স্থান অধিকার করে নবম শ্রেণীর শিক্ষার্থী তৌহিদ সিদ্দিকা তন্নী, তৃতীয় স্থান অধিকার করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারুফা পারভীন। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।