বিশেষ প্রতিনিধি ॥ মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর সুন্দরবনী দরবার শরীফের ৩৩তম বাৎসরিক উরস শরীফ শেষ হয়েছে। মঙ্গলবার ভক্ত ও মুসল্লীদের অংশগ্রহনে দরবার শরীফ মাঠে সকাল ৮ টায় আখেরী মোনাজাত পরিচালনা করেন, হযরত বজলুর রহমান পীর সাহেব সুন্দরবনী। মোনাজাতে মহান আল্লাহর কাছে সকল পাপ ও অন্যায়, দেশ-জাতি ও মানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির প্রার্থনা করা হয়। সবশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে উরস শরীফের কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে সোমবার মাগরিব থেকে পবিত্র কুরআন তিলায়াতের মাধ্যমে শুরু হয়ে পবিত্র উরস শরীফে পাক কুরআন খতম, জিকির আজগার, ওয়াজ নসিয়াত, তাহাজ্জুদ নামায কায়েম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ রুহুল আমিন এর সঞ্চালনায় সারারাত্র ব্যাপী অনুষ্ঠিত এই উরস শরীফে পবিত্র কোরআন থেকে আলোচনা পেশ করেন, হাফেজ মাওলানা মুফতি বাসিরুল্লাহ যুক্তিবাদী (যশোর), হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ আযাদী (সাতক্ষীরা), মাওঃ মিজানুর রহমান ভাসানী (সাতক্ষীরা) সহ অনেক ওলামায়ে হযরত। মঙ্গলবার আখেরি মোনাজাতের আগে ফজরের পর থেকে চলে সুন্দরবনী পীর সাহেবের বয়ান। এ বয়ানে আমলের বিভিন্ন বিষয় নিয়ে ভক্তবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন তিনি।