স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সুবিধা বঞ্চিত নারীদের জন্য প্রতিক্রিয়া অংশ গ্রহন এবং নেটওয়ার্কিং রিনিউ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আরা বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইউরোপিয়ন ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে গতকাল সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে আরা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আরাসংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম ভুইয়া। তিনি বলেন, আরা সংস্থা দীর্ঘদিন দুঃস্থ অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। নেটওয়ার্কিং রিনিউ প্রকল্প সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। দুর্যোগ কালীন সময় যারা শহরে এসেছে তাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে। তবে সরকারের উদ্যোগ বাস্তবায়ন হবে। তিনি আরো বলেন, মানুষের সেবা প্রদানে এনজিও গুলি কাজ করে যাচ্ছে। নারীদের প্রশিক্ষনের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে পারলে কর্মক্ষেত্রে সুযোগ পাবে। সাতক্ষীরা আরা সংস্থা মানবিক কাজের সুনাম রয়েছে। বিশেষ করে আরা প্রবীন আবাসন বৃদ্ধ মানুষের নিরাপদ আশ্রয় স্থান হিসাবে পরিচিত পেয়েছে। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: নাজমুস সাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, শফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, শেখ মারুফ আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভিন, নূরজাহান নুরী, প্রধান শিক্ষক মো: মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, পৌরসভা সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান। বক্তারা বলেন এটি একটি বৃহত্তর প্রকল্প স্বপ্ল বরাদ্ধে কোন মতেই এটা বাস্তবায়ন সম্ভব নয়। এই প্রকল্পের বরাদ্ধ বৃদ্ধির জন্য সকলেই দাবী জানিয়েছেন। এসময় সকল ওয়ার্ডের কমিউনিটি নেত্রীরা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর আব্দুল করিম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আরা সংস্থা নির্বাহী পরিচালক মো: আবুল কালাম আজাদ।