স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ৫দিন ব্যপী লোক সাংস্কৃতিক উৎসব উদ্বোধন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তিনি লোক সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, সাইফুল করিম সাবু, হেনরি সরদার, শিল্পী আবু আফফান রোজ বাবু সহ জেলার শিল্পী ও সাহিত্য অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।