বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষায় এস এম নাজমুস সাকিব আলিফ জিপিএ ৫ পাওয়ায় সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল ৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে ২০২৩ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় এস এম নাজমুস সাকিব আলিফ অষ্টম শ্রেণি থেকে জিপিএ ৫ পেয়ে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ায় সম্মাননা পুরস্কার প্রদান করেন স্কুল এন্ড কলেজের পরিচালক কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের আইন উপদেষ্টা এ্যাডঃ মোঃ রবিউল ইসলাম, একাডেমিক ইনচার্জ মোঃ আকতার হোসেন, নবম শ্রেণীর দিবা শাখার শ্রেণি শিক্ষক ভিক্টর ব্যানার্জি, শিক্ষক মোঃ মেহেবুব ইসলাম, শিক্ষক মোঃ মামুন হোসেন, শিক্ষক মোঃ হারুনুর রশিদ, শিক্ষক মোঃ সাদিকুর রহমান প্রমুখ। উল্লেখ্য এস এম নাজমুস সাকিব (আলিফ) শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর গ্রামের সাংবাদিক এস এম জাকির হোসেন এর পুত্র। অত্র স্কুল এন্ড কলেজে ভালো ফলাফল করলে পুরস্কৃত সম্মাননা প্রদান করা হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে ভালো করার প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এভাবে শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধির লক্ষ্যে, আগ্রহ বাড়ানোর জন্য প্রতিবছর এরূপ পুরস্কার প্রদানের আহবান জানান অভিভাবক মন্ডলী।