শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলাধীন আশাশুনি উপজেলার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শ্রীউলা ইউনিয়নের সবুজ শ্যামলে ঘেরা মায়াময় গাজীপুর গ্রামে অবস্থিত গাজীপুর কুড়িগ্রাম ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ৫৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে গতকাল (মঙ্গলবার) বাদ আসর হতে সারারাত্র ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে পবিত্র কুরআন ও হাদিস থেকে দেশ বরেণ্য আলেমগণ গুরুত্বপূর্ণ ওয়াজ করেন। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আ,ফ,ম রুহুল হক এমপি (সাতক্ষীরা ৩), বিশেষ অতিথি রনি আলম নুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাশুনি, বিশ্বজিৎ কুমার অধিকারী পিপিএম অফিসার ইনচার্জ আশাশুনি, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু চেয়ারম্যান ৭নং শ্রীউলা ইউনিয়ন পরিষদ প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওঃ হাফেজ হারুনার রশিদ ফরহাদ (মেহেরপুর), ২য় বক্তা হিসেবে হযরত মাওঃ হাফেজ ফরহাদ খন্দকার(সাতক্ষীরা), ৩য় বক্তা হিসেবে হযরত মাওঃ সোহরাব হোসাইন অধ্যক্ষ কলিমাখালী ফাজিল মাদ্রাসা ও ৪র্থ বক্তা হিসেবে হযরত মাওঃ গোলাম মোস্তফা প্রমুখ পবিত্র কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ করেন । সভাপতিত্ব করেন মাদ্রাসা গভার্ণিং বর্ডির সভাপতি মোঃ রেজাউল করিম মোড়ল। দেশ বরেণ্য আলেম গণের মুখোচ্চারিত কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ শ্রবণ করার ও দোজাহানের অশেষ নেকী হাসিলের উদ্দেশ্যে উল্লেখিত তাফসিরুল কোরআন মাহফিলে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে মাহফিল ময়দান ছিল কানায় কানায় পূর্ণ।