রতনপুর প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে চুনাখালী গ্রামে হত-দরিদ্র পরিবারের সন্তান কাটুনিয়া রাজবাড়ী কলেজ এর ডিগ্রী পড়ুয়া ছাত্র দিলিপ কুমার গায়েন অর্থের অভাবে লেখাপড়া বন্ধের উপক্রম।মৃত শিবপদ গায়েনের পুত্র প্রতিবন্ধি দিলিপ কুমার গায়েন এ প্রতিনিধিকে জানান বসত ভিটায় একটি ঘর বাধা জায়গাই একমাত্র আশ্রয়ের সম্বল। মাতা-বামনী গায়েন অসুস্থ। ছোট একজন ভাই থাকলেও এখনও কর্মক্ষণ হয়নি। দিলিপ চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালে এস.এস.সি, কাটুনিয়া রাজবাড়ী কলেজ থেকে ২০২২ সালে এইচ.এস.সি পাশ এখনও একই কলেজে ডিগ্রী ১ম বর্ষে অধ্যায়ন করছে। সে জন্মগত ভাবে প্রতিবন্ধি। ডান ও বাম পায়ে শিরা সমস্যায় চলাফেরা করতে হয় হুইল চেয়ারে। হতদরিদ্র পরিবারের সন্তান দিলিপ কুমার সংসার নির্বাহে চাকরীর চেষ্টা করছে। মা দিনমজুরের কাজ করে সামান্য আয়ে অতিকষ্টে সংসার চালাত সে। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় কাজ করতে পারে না। প্রতিবন্ধি দিলিপ সরকার প্রদত্ত প্রতিবন্ধি ভাতায় অতিকষ্টে একদিকে মায়ের ঔষুধ ক্রয় অপর দিকে তার পড়ালেখা চালাতে ব্যর্থ হচ্ছে। কাঁদতে কাঁদতে জানায় সরকার ও বিত্তবানদের আর্থিক সাহায্য ছাড়া লেখাপড়া চালানো সম্ভব নয়। আর্থিক সাহায্য পাঠানোর বিকাশ মোবাইল নম্বর ০১৯৫৫-২২৮০৯২ এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।