বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে বন্যপ্রাণী ১২টি কচ্ছপ জব্দ করার পর অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের পুকুরে এ ১২টি কচ্ছপ অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। উপজেলা দায়িত্বরত বন বিভাগ কর্মকর্তা মোঃ আওছাফুর রহমান জানান, শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় বাজারে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বন্যপ্রাণী কচ্ছপ বিক্রয় করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্রেতা একটি নেটের ব্যাগে রাখা ১২টি কচ্ছপ রেখে পালিয়ে যায়। তাৎক্ষণিক কচ্ছপগুলো হেফাজতে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। এরপর শুক্রবার বিকালে উপজেলা পরিষদের পুকুরে কচ্ছপ গুলো অবমুক্ত করা হয়। অবমুক্তকালে উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী, উপজেলা দায়িত্বরত বন বিভাগ কর্মকর্তা মোঃ আওছাফুর রহমান, বন বিভাগের বাগান মালি মোঃ ফয়জুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।