দেবহাটা অফিস ॥ দেবাহটার পারুলিয়া খলিসাখালীর আঃ মজিদের ঘেরের স্যালোমেশিন ও ইলেকট্রনিক্স মোটর প্রকাশ্যে ঘের কর্মচারিকে ভয়ভীতি দেখিয়ে চুরির ঘটনা ঘটেছে। শিমুলিয়ার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আঃ মজিদ জানান খলিসা খালীর আঃ গফফারের পুত্র হাবিুবর রহমান গত নয় তারি রাতে আমার ঘের কমর্সচারি ইউনুস আলীকে ভয় ভীতিদেখিয়ে স্যালো মেশিন ও ইলিকট্রনিক্স মোটর নিয়ে যায়। গতাকল দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিপূর্বে উক্তহাবিুবর আঃ মজিদেরঘেরেরমাছ চুরি সহ বিষ প্রয়োগে মাছ নিধন করেছে। এ ঘটনার কয়েকদিন পূর্বে গত পাঁচমার্চে খলিসা খালীর অপর ঘের ব্যবসায়ী আবু সাঈদের ঘের হতে হাবিবুর সহ তারসঙ্গীরা স্যালোমেশিন চুরি করেছে এই মর্মে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। উল্লেখ্য খুিলসাখালীর হাবিবুর রহমান সহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ চিংড়ী ঘের গুলোতে মাছ চুরি, স্যালোমেশিন, মোটর সহ বিভিন্ন সামগ্রী চুরির সাথে জড়িত। চুুিরর মালামাল উদ্ধারসহ বিভিন্ন সামগ্রী চুরির সাথে জড়িত। চুরির মালামাল উদ্ধার সহ চোর চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি তথা চুরি বৃদ্ধি পাবে এমন আশঙ্কা ঘেরব্যবসায়ী সহ এলাকাবাসির।