স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় ৩০ বোতল ফেনসিডিল ও শহরের বিভিন্ন স্থানে চুরি হওয়া মালামাল সহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে কুশখালি মাঝের পাড়া কওছার আলির পুত্র নাঈম হোসেন (২৪), বাসা থেকে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করে। অপর দিকে সদর থানা পুলিশের অপর অভিযানে গতরাতে ৩ চোরাকারবারিকে আটক করে। আটককৃতরা হলেন, শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার রেজাউল ইসলামের পুত্র রাকিবুল হাসান (২১), সদরের নবাদিকাটি গ্রামের মৃত আবুল মহাসিনের পুত্র মিরাজ হোসেন, দেবহাটা পুষ্পকাটি এলাকার আলম সরদারের পুত্র মাসুদ রানা বিভিন্ন স্থানে চুরি হওয়া মালামাল সহ তাদের কে আটক করে। আটকৃতদের মালামাল পুর্বক সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার ওসি মো: গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।