স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর, কভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন খুলনা-১২৭৫/৯৮ ত্রি বার্ষিক নির্বাচন উৎসব উদ্দীপনা সম্পন্ন হয়েছে। সদর উপজেলার আলিপুর জেলা ট্রাক টার্মিনালের নিজস্ব কার্যালয় গতকাল সকাল ৯টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি ও সাধাঃ সম্পাদক সহ ১৮টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে সদরের আলিপুর সহ পার্শ্ববর্তী এলাকায় পোস্টার লিফলেটে ছেয়ে গিয়েছিল। নির্বাচনী এলাকায় প্রার্থী ও সমর্থকরা পছন্দের প্রাথীকে পাস করানোর কৌশল হিসাবে কোলাকোলি সহ সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেছে। শেষ মুহূর্তেও দিয়েছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবার নির্বাচনে ৩১১০ভোটারের মধ্যে ২৫৩৪জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর, কভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এড শেখ সাইদুর রহমান জানান, ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ কালে কোথাও কোন বিশৃঙ্খলা ঘটেনি। ভোটারা নির্ভয়ে পছন্দের প্রাথীকে ভোট দিয়েছেন। এখনো ভোট গণনা চলছে, ফাইনাল রিপোর্ট হতে আরো কয়েক ঘন্টা সময় লাগবে।