এসএম শাহাদাত দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ পুলিশ ও প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউপি’র ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ -নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আনিসুর রহমানের মৃত্যুতে উক্ত পদটি খালি হয়। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেণ। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯’শ ৮৬টি। এ ভোটে আবু সাঈদ মোড়ল তার ফুটবল প্রতিকে ৭’শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী আবু জাফর সাপুই মোরগ প্রতিকে ৬’শ ৪০ ভোট পেয়ে পরাজিত হয়।