স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মেহেদীবাগস্থ মাসজিদে কুবা পরিদর্শন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান। গতকাল আছর বাদ মাসজিদে কুবায় আসেন দেশের আলোকিত বিচারক। এ সময় তিনি মাসজিদে কুবার বিভিন্ন শাখা ও কর্মকান্ড ঘুরে ঘুরে দেখেন। মাসজিদে কুবার সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড দেখে আভিভূত হন। পরিদর্শন কালে তিনি বলেন, মসজিদটি অত্যন্ত নান্দনিক হয়েছে। এর কারুকার্য দেখে মন জুড়ে যায়। মসজিদের নামাজের জন্য আবাদ করতে হবে। মসজিদটি পুর্ণাঙ্গ রুপ নিলে এটি শহরের মধ্যে দৃষ্টিনন্দন মসজিদে পরিনত হবে। মসজিদ আলাহর ঘর দানের ক্ষেত্রে কোন কার্পনতা করা যাবে না। মসজিদ সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দানের ক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাসজিদে কুবা একদিন মডেল মসজিদে পরিনত হবে। এসময় উপস্থিত ছিলেন মাসজিদে কুবার সভাপতি দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, মাসজিদে কুবার উপদেষ্টা ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মাসজিদে কুবার সাধারন সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, সদস্য আবু জাফর, শফিকুল মোল্যা, গোলাম রহমান, গোলাম হোসেন, আব্দুর রহমান, আবু হানিফ, জিয়াউর রহমান, মারুফ হাসান, মাসজিদে কুবার পেশ ইমাম মাওলানা মুফতি মাহবুবুর রহমান, ও মোয়াজ্জিন আব্দুর রহমান প্রমুখ। মানবিক জজ খ্যাত কবি শেখ মফিজুর রহমান মাসজিদে কুবায় উপস্থিতি মুসলীদের মাঝে বিশেষ প্রাণের সঞ্চার ঘটে।