পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পিতা মাতার ভরনপোষন না দেওয়ায় পুত্র উৎপল সাহাকে (৪২) গ্রেফতার করেছে পাটকেলঘাটা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে পাটকেলঘাটা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উৎপল সাহা তালা উপজেলার মাগুরা ইউনিয়নের দিনবন্ধু সাহার ছেলে। শুক্রবার বিকালে পিতা দিনবন্ধু সাহা মামলাটি দায়ের করেন। জানা গেছে, বেশ কিছু দিন আগে পিতা মাতার কাছে সম্পত্তি দাবী করে আসছিল উৎপল সাহা। কথা না শোনার কারনে সে তার বৃদ্ধ পিতা মাতার ভরণপোষণ বন্ধ করা সহ শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। পুত্রের নির্যাতন সইতে না পেরে পিতা পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, পিতা মাতার ভরনপোষণ করতে অস্বীকৃতির অপরাধে উৎপল সাহা (৪২)কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার পিতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।